মোঃ সুমন আলী খাঁন, হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের গুমগুমিয়া গ্রামের বিরল রোগে আক্রান্ত ২ বছর বয়সী এক শিশুর চিকিৎসার জন্য নবীগঞ্জ উপজেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা করা হয়েছে।
মঙ্গলবার মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী রোগী শিশুর মা আলতীর হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম ও সাংবাদিক মতিউর রহমান মুন্না।