নিজস্ব প্রতিনিধি : শায়েস্তাগঞ্জ উপজেলার ১১নং ব্রাহ্মনডোরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আবু তাহের মনোনয়ন পত্র দাখিল করেছেন।
মনোনয়ন দাখিলের শেষদিন সোমবার(২৭ নভেম্বর)দুপুরে হবিগঞ্জ নির্বাচন কমিশন অফিসে সদর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার তপন জ্যোতি অসীমের হাতে তিনি এ মনোনয়নপত্র তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন,বিএনপি কেন্দ্রীয় সমবায় সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ্ব জি,কে গউছ সহ জেলা,উপজেলা,থানা,ইউনিয়ন সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও ইউনিয়নের মুরুব্বিয়ান এবং জনসাধারণ উপস্থিত ছিলেন।