বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৯ আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শংকরপুর গ্রামের ফজলুর রহমানের পুত্র জিলু মিয়া (৬০), জিল্লা মিয়ার পুত্র শাহিন মিয়া (২২), মীরেরপাড়া গ্রামের শেখ রমিজ উদ্দিন (৫০), শেখ রমিজ উদ্দিনের পুত্র সাজন মিয়া ওরফে শাহজাহান (২৫), কাজীহাটা গ্রামের আব্দুল আমিনের পুত্র মামুন মিয়া (৩২), চিচিরকোট গ্রামের মৃত আজগর আলীর পুত্র ছাদেক আলী (৪৫), মেরাজ আলী (৩৩), ছায়েদ আলী (২৫) ও নারিকেলতলা গ্রামের হিরা মিয়ার পুত্র অলি মিয়া কে গ্রেফতার করা হয়।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর নেতৃত্বে ইন্সপেক্টর (তদন্ত) গোলাম দস্তগীর, এসআই সুহেল মাহমুদ, মফিদুল হক, সেলিম আহমেদ, আবুল খায়ের, মাসুদ, এএসআই আনোয়ার, স্বপন কুমার, গোপাল কৈরী, আব্দুল কাদির জিলানী ও সঙ্গীয় ফোর্সসহ একদল পুলিশ উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
এব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী বলেন, গতকাল (বৃহস্পতিবার) রাতে বিশেষ অভিযানের মাধ্যমে তাদেরকে আটক করে আজ (শুক্রবার) জেলহাজতে প্রেরণ করা হয়েছে।