এস এইচ টিটু,সৌদিআরব থেকে: সৌদি আরব রিয়াদ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহাসিক অগ্নিঝরা ৭ই মার্চ উপলক্ষে গতকাল রাতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রিয়াদ হারা কোকোপাম্প রেস্টুরেন্টে।সভায় বক্তারা বলেন সেদিন যদি বঙ্গবন্ধু পাকিস্থানিদের সকল বাঁধা উপেক্ষা করে ঢাকা রেসকোর্স ময়দানে বাংলার জনতার মাঝে বক্তব্য না দিতেন তা হলে বাংলাদেশ স্বাধীন হতোনা , আমরা আজ প্রবাসের মাটিতে বসে ৭ ই মার্চ পালন করতে পারতাম না , মনে রাখবেন বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতনা , আর বাংলাদেশ না হলে আমরা থাকতাম না , আজ যারা বঙ্গবন্ধুকে নিয়ে কটোক্তি করছেন তাদের বলছি , বাবা না থাকলে যেমন সন্তানকে অবৈধ বলে থাকে , ঠিক তেমনি বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশকে কল্পনা করা যায় না , তাই বলছি আসুন আমরা বঙ্গবন্ধুর সপ্নের বাংলাদেশ গড়ে তোলার লক্ষে কাজ করি , সঠিক ইতিহাস জানার চেষ্টা করি , আর যারা ইতিহাস জেনেও না জানার ভান করছেন তাদেরকে বাংলাদেশের মানুষ ক্ষমা করবে না , পদ্মা , মেঘনা , যমুনা যতদিন রবে বহমান তোমার কৃতি শেষ হবেনা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ।
রিয়াদ কেন্দ্রীয় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ডাঃ কাজি মাসুদের সভাপতিত্বে – সাধারণ সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় , অনুষ্ঠানে বক্তব্য রাখেন –বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ডাঃ নিয়াজ মোহাম্মদ ,বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ সভাপতি কৃষিবিদ শামীম আবেদিন , বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোহাম্মদ আলী নুর ,রিয়াদ আওমী পরিষদের সভাপতি আবুল বাশার মৃধা ,রিয়াদ আওমী পরিষদের সাধারণ সম্পাদক এম আর মাহবুব আলম ,রিয়াদ বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন ,রিয়াদ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের [ ইংরেজি ]শাখার সাবেক চেয়ারম্যান ডাঃ শাহ আলম , রিয়াদ আওমী পরিষদের সাংগঠনিক সম্পাদক ইস্কান্দার আলী খান , প্রচার সম্পাদক আলী নুর ইসলাম রনি ,রিয়াদ কেন্দ্রীয় যুবলীগের সভাপতি এম এ জলিল ,রিয়াদ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস , রিয়াদ কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন সুমন ,রিয়াদ কেন্দ্রীয় শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত,শিক্ষক মিজানুর রহমান , শিক্ষক খাদেমুল প্রমুখ ।