বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গে ১৫ কেজি ওজনের কারেন্ট জাল জব্দ করেছে জরিমানা করে পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। সময় দুটি ব্যবসা প্রতিষ্টানকে জরিমানা করা হয়।
বুধবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বড় বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে জালগুলো জব্দ করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ছাব্বির আহমদ আকুঞ্জি।এ সময় মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে মফিজ মিয়ার ফার্মেসীকে নগদ ৩হাজার টাকা, ফারুক মিয়ার সুতার দোকান থেকে ১৫কেজি অবৈধ কারেন্ট জাল জব্দ করে নগদ ৩ হাজার টাকা জরিমানা, সাব্বির পোল্ট্রি খাদ্যের দোকানকে ৫শত টাকা সহ মোট সাড়ে ৬হাজার টাকা নগদ জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন থানার এসআই নাজমুল মিয়ার নেতৃত্বে একদল পুলিশ।