স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, শিশুদের মানসিকতার বিকাশ ঘটাতে ভূমিকা রাখেন শিক্ষকরা। আর প্রতিটি শিশুকে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলার পবিত্র দায়িত্বটাও শিক্ষকদের উপর। তাই তাদেরকে সবসময় নিজের দায়িত্ব এবং কর্তব্যের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।
গতকাল সোমবার সকাল ১১টায় হবিগঞ্জ প্রাইমারী টিচার ট্রেনিং ইনস্টিটিটিউট পিটিআইতে আড়াই কোটি টাকার উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিপ্তর এই উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। উন্নয়ন কাজের মাঝে রয়েছে নতুন ভবন নির্মান এবং পুরাতন ভবন সংস্কার।
এমপি আবু জাহির আরো বলেন, একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কঠোর পরিশ্রম করে ছাত্রদের উপরে উঠার সিঁড়ি দেখিয়ে দেন। তাই তারা আজীবন সম্মান পেয়ে থাকেন। বর্তমান সরকারও শিক্ষকদের সুবিধার ব্যাপারে অগ্রাধিকার দিয়ে শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করে যাচ্ছে।
তিনি আরো বলেন, বিভিন্ন কিন্ডার গার্টেনের শিক্ষকদের চেয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অবশ্যই বেশি অভিজ্ঞ হয়ে থাকেন। সুতরাং শিক্ষকদের কর্তব্য অবহেলার কারণে যাতে সরকারি স্কুল থেকে শিক্ষার্থীরা কিন্ডার গার্টেনে চলে যায় সে ব্যাপারে নজর রাখতে হবে।
এমপি আবু জাহির বলেন, শিক্ষাক্ষেত্রের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। শুধু তাই নয় বিনামূল্যে বই এবং উপবৃত্তি প্রদান করায় এখন সারাদেশের বিদ্যালয়গুলোতে জায়গা হচ্ছে না শিক্ষার্থীদের। প্রতিটি হাই স্কুলে কম্পিউটার ল্যাব স্থাপনের উদাহরণ দিয়ে সংসদ সদস্য বলেন, ভবিষ্যতে প্রাথমিক বিদ্যালয়গুলোতেও কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে। যাতে শিশু বয়স থেকেই শিক্ষার্থীরা কম্পিউটার শিক্ষা নিতে পারে।
সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবু জাকের সিকান্দার, পিটিআইর ইনস্ট্রাক্টর আরিফুল হাসান ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম। এছাড়াও পিটিআইয়ের কর্মকর্তাবৃন্দ এবং ২ শতাধিক শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।