এস এইচ টিটু : আগামী ২৮ ডিসেম্বর হবিগঞ্জ সদর উপজেলার নূরপুর ইউনিয়ন নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে গ্রামের হাট-বাজারে, চায়ের দোকানে, জমছে মানুষ, ঝড় উঠছে আলোচনা-সমালোচনা।কে হবে চেয়ারম্যান কে হবে মেম্বার এমন নানা প্রশ্নে চায়ের কাপে ঝড় তুলছেন ভোটাররা।
বিশেষ করে এবার দলীয় প্রতীক নির্বাচনকে নিয়ে চায়ের কাপে উঠছে ভোটের ঝড়। এলাকার সর্বত্র একটাই আলোচনা কে হচ্ছেন নূরপুর ইউপি চেয়ারম্যান? এবার চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নূরপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হয়ে যারা নির্বাচন করবেন তারা হলেন-বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ মুখলিছ মিয়া,স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন নুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল করিম মেম্বার,তরুন সমাজ সেবক গোলাম সারোয়ার উদ্দিন বাবলু, যুবদল নেতা আব্দুল কাইউম ফারুক মেম্বার,সৈয়দ ফুরকান আলী।
এবার অন্যরকম নির্বাচন হবে বলে ধারণা ভোটারদের।ভোটারদের কাছে বিভিন্ন উন্নয়নের কথা বলে মন জয় করার চেষ্টা করছেন প্রার্থীরা।নির্বাচনী মাঠে কেউ কাউকে ছাড় দিতে নারাজ।
এলাকার উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগ, লিফলেট বিতরণ, উঠোন বৈঠক চালিয়ে যাচ্ছেন।