মাধবপুর প্রতিনিধি : মাধবপুর উপজেলার অন্তর্গত ৯ নং নোয়াপাড়া ইউনিয়নে আজ রবিবার ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মী সভায় সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা ছাত্রলীগ শাখার সভাপতি জনাব আনু মোহাম্মদ সুমন এবং সভা পরিচালনা করেন মাধবপুর উপজেলা ছাত্রলীগ শাখার সাধারনা সম্পাদক এম এইচ পাঠান উজ্জল।
কর্মী সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।
ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন দীর্ঘ প্রায় দুই যুগ ধরে নোয়াপাড়া ইউনিয়ন ছাত্রললীগের কোনো কমিটি নেই, ইতিপূর্বে অনেক উপজেলার নেতৃবৃন্দ সৃষ্টি হয়েছে কিন্তু আমাদের নোয়াপাড়া ইউনিয়নে দুই যুগ ধরে কোনো ছাত্রলীগ নেতার জন্ম হয় নাই। আপনারা সভাপতি, সাধারন সম্পাদকের কাছে আমাদের আকুল আবেদন আমাদের ইউনিয়নে একটি কমিটি দিয়ে নোয়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগকে সুসংঘটিত করুন।
সভায় সভাপতি তার বক্তব্যে বলেন আগামী একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঘরে ঘরে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের কথা বলতে হবে এবং আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। পরিশেষে সভাপতি তার বক্তব্যে বলেন খুব শিঘ্রই নোয়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করা হবে।
সভা শেষে নেতারা নোয়াপাড়া বাজার জয় বাংলার স্লোগানে ও মিছিলে মুখরিত করেন তুলেন ছাত্রলীগ নেতৃবৃন্দ। অতপর নোয়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সকল প্রার্থীদের জীবন বৃত্তান্ত সংগ্রহ করেন।