জুয়েল চৌধুরী/সজিব ইসলাম, হবিগঞ্জ ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ভূয়া রোগীদের দখলে। ফলে প্রকৃত রোগীরা চিকিৎসা নিতে এসে নানা ভোগান্তির শিকার হচ্ছেন। চিকিৎসার ক্ষেত্রেও ঘটছে ব্যাঘাত।
অভিযোগ উঠেছে অনেক রোগীরা সামান্য ইনজুরি নিয়ে মামলা শক্ত করতে হাসপাতালে ভর্তি হয়ে দিনের পর দিন বেড দখল করে রয়েছে। আবার কেউ কেউ ডাক্তারদেরকে ম্যানেজ করে বেড দখল করে আছে। ফলে প্রকৃত অনেক রোগীদের হাসপাতালে সিটেতো দুরের কথা মেঝেতেও ঠাই হচ্ছে না। সহযোগিতার জন্য রোগীর স্বজনরা হাসপাতালের নার্স, আয়াসহ ব্রাদারদের সহযোগিতা চেয়েও পাচ্ছেন না। এ নিয়ে স্বজনদের সাথে প্রায়ই অপ্রীতিকর ঘটনা ঘটছে।
জানা যায়, সিট না পেয়ে অনেক রোগীর স্বজনরা নার্স কিংবা আয়াদের কাছে মেঝেতে সিটের ব্যবস্থা করা যাবে কিনা জানতে চাইলে কতিপয় নার্স, আয়া মেঝেতে সিট দেয়া বাবদ টাকা দাবী করছেন। নিরূপায় হয়ে অনেক রোগীদেরকে সরকারি হাসপাতালে চিকিৎসা না করিয়ে ফিরে যেতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার সরজমিন গিয়ে দেখা যায়, জরিনা আক্তার (৩০), সরূপা আক্তার (৬০), মিলন মিয়া (৩০), ফাতেমা বেগম (৫০), রজব আলী (৩০), সেলিনা (২০), সুফি মিয়া (৫০) সহ অর্ধশতাধিক রোগী সামান্য ইনজুরি নিয়ে দিনের পর দিন হাসপাতালের বেড দখল করে রেখেছেন।
নাম না প্রকাশে অনিচ্ছুক কয়েকজন চিকিৎসক জানান, আমরা সুস্থ রোগী দেখে সিট কেটে দিলেও প্রভাবশালী মহল আমাদেরকে চাপের মুখে রেখে এসব রোগী ভর্তি রাখতে বাধ্য করা হয়।