খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট (হবিগঞ্জ): হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্টাতা সাধারন সম্পাদক ও সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সংগঠক, ভাষা সৈনিক ও প্রবীন রাজনীতিবিদ, পাঁচবারে নির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যান প্রয়াত আলাহাজ্ব আজিজুর রহমান ছুরুক আলী ফরাজী’র প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে উপজেলা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধায় বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট-মাধবপুর আসনের সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী এমপি।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেলের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পিপি এডঃ আকবর হোসেন জিতু, সহ-সভাপতি আঃ রশিদ মাষ্টার,¡ মুক্তিযোদ্ধা কমান্ডার আলাহাজ আঃ ছামদ, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মহালদার, যুবলীগের সভাপতি কে এম আনোয়ার, জেলা ছাত্রলীগের সভাপতি ডাঃ ইশতিয়াক আহমদ রাজ চৌধুরী, সাধারণ সম্পাদক মুকিতুল ইসলাম মুকিত।
প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আজিুজর রহমান ছুরক আলীর জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন-আঃ সামাদ মাস্টার, সজল দাস, পৌর যুবলীগ সভাপতি নাজিম রেজা, সাইফুল ইসলাম রাজন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডডের সদস্য সচিব মহিতুর রহামন রুমন ফরাজীসহ এ ছাড়া উপজেলার ১০টি ইউনিয়নের ছাত্রলীগের সভাপতিও সম্পাদরা উপস্থিত ছিলেন। পরে তার বিদেহী অত্মার মাগফিরাত কমানায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।