স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আলী ইদ্রিস হাইস্কুলে মাসব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল এগারটায় স্কুলমাঠে ক্রীড়া পরিদপ্তর ২০১৬-১৭ সালের বার্ষিক ক্রীড়া কর্মসূচির কার্যক্রম হিসাবে মাসব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলী ইদ্রিস হাইস্কুলের প্রধান শিক্ষক লায়ন মোঃ লিটন মিয়া।
সহকারী শিক্ষক মোহাম্মদ জিল্লুর রহমানের পরিচালনায় এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- জেলা ক্রীড়া অফিসার মাজহারুল মজিদ, প্রাণ আরএফএল পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রাশেদুল হাসান, ক্রীড়াবীদ মোঃ রায়হান, জেলা তাতীলীগের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন সর্দার, স্কুলের প্রতিষ্ঠাতা প্রতিনিধি মোহাম্মদ আলী আব্দুল্লাহ, স্কুল পরিচালনা কমিটির সদস্য নেহার আক্তারসহ সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান শিক্ষক লায়ন লিটন মিয়া জানান, গতকাল থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণে ৩০ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ প্রদান করা হবে।