রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ পরিবেশ বিনষ্ট করে জনৈক প্রভাবশালী ব্যক্তি কর্তৃক আইনের বেড়াজালে আটকে থাকা হবিগঞ্জ শহরের চিড়াকান্দি এলাকাস্থ পৌরসভার নিয়ন্ত্রনাধীন গোপিনাথপুর পুকুর ময়লা-আবর্জনার মাধ্যমে উদ্দেশ্য প্রনোদিত ভাবে ভরাট ও দিনের পর দিন দখল হয়ে পড়ার প্রতিবাদে এবং সংস্কার না হওয়ার প্রতিবাদে শনিবার বিকেলে এক বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শহরের তরুন যুবক ও গণজাগরন মঞ্চের অন্যতম নেতা যথাক্রমে আব্দুর রকিব রনি ও বিপ্লব রায়ের নের্তৃত্বে একদল উদিয়মান যুবকের উদ্যোগে চিড়াকান্দি এলাকায় অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন, গণজাগরন মঞ্চের নেতা ও সংস্কৃতিকর্মী আব্দুর রকিব রনি।
এতে প্রধান অতিথি ছিলেন, আন্তজার্তিক যুদ্ধাপরাধ অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক গঠিত জেলা ও স্বাক্ষী-ভিকটিম সুরক্ষা কমিটির মেম্বার বিশিষ্ট সমাজসেবক রফিকুল হাসান চৌধুরী তুহিন।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ পরিবেশ আন্দোল (বাপা) হবিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি চিত্রশিল্পী আলাউদ্দিন আহমেদ, সেক্রেটারী তোফাজ্জুল সোহেল, সমাজকর্মী মোহাম্মদ আলী মুমিন, নাট্য ব্যক্তিত্ব এডভোকেট বিজন বিহারী, স্থানীয় কাউন্সিলর খালেদা জুয়েল, ব্যবসায়ী নেতা আহমেদ কবীর আজাদ,বিপ্লব রায় সুজা ও স্বপন মজুমদার প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ওই এলাকাস্থ বাসিন্দা পৌরসভার সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর খালেদা জুয়েলের বাসভবন সংলগ্ন পৌরসভার নিয়ন্ত্রনাধীন প্রায় ৬৫ একর পুকুর একাধিকবার লীজ দেন সংশ্লিস্ট কর্তৃপক্ষ। সর্বশেষ এই লীজ নাকি আনেন সালাম নামে জনৈক ব্যক্তি। কিন্তু সংশ্লিস্ট কমিশনার খালেদা জুয়েল ও স্থানীয় ভ’ক্তভোগীরা জানান, দুই বছর মেয়াদে নেয়া এই লীজ গ্রহীতা শর্তনুযায়ী পরবর্তী কাজ না করায় তার বিরুদ্ধে আপিল করেন পৌর কর্তৃপক্ষ।
কিন্তু লীজ গ্রহীতা নাকি মহামান্য হাই কোর্ট থেকে এই পুকুরের ওপর স্থিতাবস্থা জারী করান। আর এই সুযোগ নিয়ে সরকারী বিধিমালা ভঙ্গ করে সংশ্লিষ্ট পুকুর পুরোপুরি দখল ও ইমারত নির্মানের উদ্দেশ্যে অত্যন্ত কৌশলে ময়লা-আর্বজনা এবং সেই সাথে রাতের আধারে মাটি ফেলে একদিকে যেমন পানি দুষিত করেছে, তেমনি এই দুষিত পদার্থের কারনে এখন পানিও ব্যবহারের অনুপযুগী হয়ে পড়েছে। শুধু তাই নয়, পুকুরটির চর্তুপাশে ছোট-বড় দালান-কোঠা নির্মাণ সহ বেড়া দিয়ে কতিপয় ব্যক্তি দখল করা অব্যাহত রেখেছেন।
এমনকি বছরের পর বছর এই লীজ নবায়নও করা হচ্ছে না। যা সরকারী বিধিমালার সুপষ্ট লংঘন। ফলে প্রভাবশালা ব্যক্তি কর্তৃক পুকুরটি নিয়ে এহেন অনৈতিক কর্মকান্ড বন্ধ এবং তা জনগনের ব্যবহার উপযোগী আর লীজ বাতিল করে অবিলম্বে সংখ্যালঘু অধ্যুষিত সংশ্লিষ্ট এলাকাবাসীর নিকট ফিরিয়ে দিতে জেলা প্রশাসক ও পৌর মেয়রের প্রতি দাবী জানান।
এছাড়া মহামান্য হাইকোটর্ কর্তৃক যদি স্থিতাবস্থা বজায় থাকে তাও আইনী লড়াইয়ের মাধ্যমে ভেঙ্গে জনগনের প্রত্যাশাকে অগ্রাধিকার দিতেও পৌর মেয়রের প্রতি আহবান জানান। অন্যদিকে এই পুকুর উদ্ধারে আরও প্রয়োজনে আরও আন্দোলনের হুমকিও দেয়া হয়। তবে এই বিষয়ে অভিযুক্ত সালাম মিয়ার মন্তব্য নিতে চাইলেও তাকে না পাওয়ায় তা সম্ভব হয়নি। এদিকে সমাবেশ শেষে বাপা নের্তৃবৃন্দ সহ সকল পেশার মানুষ সংশ্লিষ্ট পুকুরটি সরেজমিন পর্যবেক্ষণ করে বর্তমান অবস্থায় তীব্র হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন।