নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার কুর্শি গ্রামে দর্জি প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে মিতালী ট্রেনিং সেন্টার কর্তৃক আয়োজিত ২মাস ব্যাপী প্রশিক্ষন কেন্দ্রের আনুষ্টানিক ভাবে প্রধান হিসেবে উদ্বোধন করেন নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু।
উক্ত অনুষ্টানে সভাপতিত্ব করেন কুর্শি বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ সরওয়ার শিকদার।
মিতালী ট্রেনিং সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক এম এ আউয়ালের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সদস্য সচিব মোঃ এমরান মিয়া, ৫নং ওয়ার্ডের মেম্বার আল আমীন খান, কুর্শি বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কোহিনুর আক্তার, নুরগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফখরুল ইসলাম চৌধুরী, জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় কমিটির সদস্য এম এ মতিন চৌধুরী, যুবনেতা নাসির চৌধুরী, তোফায়েল আহমদ ছায়েদ প্রমুখ। উক্ত দর্জি প্রশিক্ষন কেন্দ্রে প্রায় শতাধিক নারী অংশ গ্রহন করেন।