প্রেস বিজ্ঞপ্তি : গত ০৩/১১/২০১৭ইং তারিখে দৈনিক খোয়াই পত্রিকায় ১ম পৃষ্ঠায় ”জাতীয়তাবাদী শ্রমিকদল শায়েস্তাগঞ্জ আঞ্চলিক শাখার আহবায়ক কমিটি গঠন ” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টি গোচর হয়েছে। মুলত উক্ত সংবাদটিতে যা প্রকাশ করা হয়েছে তা সত্য নয়, মিথ্যা ও ভিত্তিহীন। আমরা উক্ত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি।
প্রকৃত পক্ষে আমরা শায়েস্তাগঞ্জ আঞ্চলিক যুবদলের সাথে দীর্ঘ যাবত সম্পৃক্ত রয়েছি। এখানে শায়েস্তাগঞ্জে একটি আঞ্চলিক শ্রমিকদল কমিটি থাকা স্বত্তেও কে বা কারা আমাদের সাথে কোন পরামর্শ বা আলোচনা না করে সম্পূর্ন অজান্তেই পত্রিকায় এরকম একটি ভিত্তিহীন কমিটির সংবাদ প্রকাশ করিয়েছে। এজন্য আমরা ও আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং এর প্রতিবাদ জানাচ্ছি।
এরকম সংবাদ পত্রিকায় প্রকাশ হওয়ায় স্থানীয় দলীয় নেতা কর্মীদের মাঝে আলোচনা-সমালোচনার ঝড় বয়। আামরা উক্ত প্রকাশিত কমিটির সংবাদের প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী :
মোঃ নূরুল ইসলাম তালুকদার (ঘোষিত কমিটির আহবায়ক)।
মোঃ শাকিল মিয়া (ঘোষিত কমিটির সিনিয়র য্গ্মু আহবায়ক)।
মোঃ আলী মিয়া জমাদার (ঘোষিত কমিটির য্গ্মু আহবায়ক)।
মোঃ নানু মিয়া (ঘোষিত কমিটির য্গ্মু আহবায়ক)।