নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার নূরপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও নূরপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী আমেরিকা প্রবাসী কাজী শফিকুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)।
বুধবার (৮ নভেম্বর) রাত ৮টায় আমেরিকার মেরিল্যান্ডের একটি হাসপাতালে চিকিবৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
মরহুম কাজী শফিকুল ইসলাম নুরপুর গ্রামের আরেক কৃতি সন্তান প্রয়াত শিল্পপতি কাজী তাজুল ইসলাম ফারুকের বড় ভাই।
আজ বৃহস্পতিবার দুপুর ১টায় স্থানীয় পার্কচেস্টার জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাযা শেষে দেশে ফেরার কথা রয়েছে।
পারিবারিক সুত্রে জানাযায় ,আজ আমেরিকায় মরহুমের জানাযা শেষে মরদেহ শুক্রবার বাংলাদেশে পৌছার কথা রয়েছে। লাশ বাংলাদেশে আসলে দ্বিতীয় জানাযা হবে নুরপুর হাই স্কুল মাঠে। সময় সূচি পরে জানানো হবে।
নূরপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী ও আমেরিকার প্রবাসী কাজী শফিকুল ইসলাম এর মৃত্যুতে এক বার্তায় মরহুম আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান, নূরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল,নূরপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী হাজী মুক্তার হোসেন,আক্তার হোসেন,লাল মিয়া সরদার,মো:সাহাব উদ্দিন,মীর আবু তাহের, লন্ডন প্রবাসী মীর গোলাম মোস্তুফা,ফজলুল করিম মেম্বার, এবং দৈনিক শায়েস্তাগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাখাওয়াত হোসেন টিটু,তোফাজ্জল হোসেন অপুসহ আরো অনেকে।