হবিগঞ্জ প্রতিনিধি : শহরের গোপীনাথপুর পুকুর সংরক্ষণ ও দখলমুক্ত করার দাবীতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখা।
মঙ্গলবার সকাল ১০টায় হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়। ঐ সময় জেলা প্রশাসক মনীষ চাকমা স্মারকলিপি গ্রহণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ^াস প্রদান করেন।
বাপা সভাপতি অধ্যাপক মো. ইকরামুর ওয়াদুদ ও সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, হবিগঞ্জ শহরের চিড়াকান্দি এলাকার গোপীনাথপুর পুকুরটি কিছুসংখ্যক দখলদারদের অপতৎপরতায় দখল হয়ে যাচ্ছে এবং নানাস্থানে ভরাট হয়ে যাচ্ছে। এতে স্থানীয় জনসাধারণের মাঝে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। পুকুরটি এলাকার মানুষের গৃহস্থালী কাজের ব্যবহারের জলাশয় হওয়ার কারণে এটি রক্ষা করা অত্যাবশ্যক হয়ে দেখা দিয়েছে। স্মরকলিপিতে আরও বলা হয়, হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় সামান্য বৃষ্টিপাত হলেই পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। সাম্প্রতিককালে জলাবদ্ধতা মারাত্মক আকার ধারণ করেছে। এর মূল কারণ হচ্ছে পুকুর ও জলাশয়গুলো ভরাট ও দখল হয়ে যাওয়া।
গোপীনাথপুর পুকুরটি দখলমুক্ত করে সংরক্ষণের দাবী জানানো হয় স্মারকলিপিতে। বাপা হবিগঞ্জের সভাপতি অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে ছিলেন সাবেক সংসদ সদস্য এডভোকেট চৌধুরী আবদুল হাই, বাপা হবিগঞ্জের সহ-সভাপতি তাহমিনা বেগম গিনি, সাধারণ সম্পাদক ও খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, সাবেক উপাধ্যক্ষ আব্দুজ জাহের, চিত্রশিল্পি আলাউদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, সাবেক পৌর কমিশনার আব্দুল মোত্তালিব মমরাজ, বিপ্লব রায় সুজন, মিজানুর রহমান মিজান, দ্বীপায়ন দিপ্ত প্রমুখ।