মোঃ রহমত আলী, হবিগঞ্জ ॥ সংকীর্ণ সড়ক, পুটপাত দখল ও যাত্রী চলাচলের যানবাহন ব্যাপক হারে বৃদ্ধির ফলে যানজটের নগরীতে পরিনত হয়েছে হবিগঞ্জ শহর। শহরের প্রধান সড়কের পুরাতন হাসপাতাল থেকে ডাকঘর এলাকা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কে ভয়াবহ যানজট পরিণত হয় প্রতিনিয়তই।
বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে বেলা ২টা পর্যন্ত ওই সড়কে যানজটে আটকা পরে লোক জন।
উল্লেখ্য যে, শহরে ব্যাপক হারে যান বাহন বৃদ্ধি হলে সে তুলনায় সড়ক প্রশস্থ কার হয়নি। শুধু তাই নয়, কিছু অসাধু ব্যবসায়ী জন সাধারণের চলা চলের পুটপাত গুলো তাদের ব্যাসায়ী কাজে দখল করেনেন। ফলে পথচারী ও যানবাহন এক সাথে পথ চলাচলে মারাত্বক ভাবে অসুবিধা সৃষ্টি হচ্ছে। শুধু তাইনয়, শহরে অধিক হারে বেড়েছে যাবাহন কিন্তু সেই হারে সড়ক প্রশস্থ করা হয়নি। তাছাড়া শহরে বিকল্প সড়ক থাকার পরও প্রধান সড়ক দিয়ে সকল যানবাহন চলাচল করছে দিবানিশি। ফলে প্রতিদিন দুপুর থেকে বিকেল পর্যন্ত কয়েক ঘন্টাব্যপী টানা যানজটে পরিণত হয় ওই সড়কে । ফলে কর্মেগমন পথচারীরা যানজটে পরে বিড়ম্বনার শিকার হচ্ছেন। সংশ্লিষ্ট কতৃপক্ষ দেখেও তা না দেখার ভান করছেন এমন টি বলাবলি করেণ ভোক্ত ভুগিরা। স্কুল-কলেজের ছাত্রছাত্রী, সরকারী, বেসরকারী কর্ম কর্তা কর্মচারী ও সকল পেশার লোকজন দির্ঘ সময় যানজটে আটকা পড়েন, অসস্তিকর অবস্থায় পথচারীরা দেরিতে যেতে হচ্ছে তাদের লক্ষ্য স্থানে ।
উল্লেখ্য, জেলা শহরের পুরাতন হাসপাতাল থেকে খোয়াই মুখ পর্যন্ত সংকির্ণতা সড়কে কোন কোন স্থানে মধ্যাকৃতির দু’টি গাড়ি ক্রসিং করতেও পারে না। শুধু তাই নয় রাস্তার মধ্যে গাড়ি দাঁড় করিয়ে যাত্রী উঠানাম করা হয়। ফলে সংকির্ণ রাস্তায় ছোট ছোট গাড়ি টম টম, রিক্সা, মোটরসাইকেল, কার, ভ্যান আটকা পরে দির্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে জনসাধারণের পথ চলা চলে ভোগান্তির চরম আকার ধারণ করে।
আইন-শৃংখলা বাহিনরি কোন সদস্যকে দেখা যায়নি সেখানে। সড়কটি যানজট মুক্ত রাখার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট জোর দাবী জানান ভোক্তভুগিরা।