সৈয়দ শাহান শাহ্পীরঃ “প্রধানমন্ত্রীর উদ্যোগ,ঘরে ঘরে বিদ্যুৎ“ স্লোগানটি কে সন্মান ও সাধুবাদ জানিয়ে হবিহঞ্জ সদর উপজেলার বৃহত্তর সুতাং অঞ্চলের সুতাং বিশ্বরোড চৌমুহনীতে স্ট্রিট লাইট দেয়ার জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।
জানাযায়,শায়েস্তাগঞ্জ থানার অন্তর্গত নূরপুর ইউনিয়নের প্রাণকেন্দ্র সুরাবই-পুরাসুন্দার মধ্যবর্তীস্থান করমোহাম্মদপুর স্থান সংলগ্ন সুতাং বিশ্বরোড চৌমহনী স্টেন্ডে একটি স্ট্রিট লাইট (মুনলাইট) স্থাপনের জন্য এলাকাবাসী তীব্র জোর দাবী জানিয়েছেন।
কারণ,উক্ত স্টেন্ডটি অত্যান্ত গুরুত্ত পূর্ণ স্টেন্ড হিসেবে বিবেচিত হয়েছে।তাই রাতের বেলা প্রাণ-আর এফ এল এবং আর একে সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তা কর্মচারী উক্ত স্টেন্ডে উঠা নামা করতে হয়।
অন্যদিকে,ঢাকা-সিলেট, হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানের যাত্রী উঠানামা করতে চান।কিন্তু রাতের বেলা কোনো যানবাহন যাত্রী উঠা নামা করচ্ছেননা। ফলে এলাকার যাত্রী সাধারণের দূর্ভোগ পোহাতে হচ্ছে।
উক্তস্থানে একাধিক দোকানপাট ও রয়েছে তারপরও যানবাহন গভীর অন্ধকারের কারণে যাত্রী উঠা নামা করচ্ছেননা। এব্যাপারে যানবাহনের চালকদের সাথে আলাপ করলে তারা জানান,একমাত্র গভীর অন্ধকারের জন্যই আমরা গাড়ী থামাতে ভয় পাই ও থামাতে চাইনা। যদি স্ট্রিট লাইট দ্বারা স্থানটি আলোকিত থাকতো অবশ্যই থামাতাম/স্টপিজ দিতাম।