মোঃ মিজানুর রহমান, সৌদি আরব প্রতিনিধিঃ যুবরাজের ক্ষমতার একচ্ছত্রকরণ, রাজপুত্র-মন্ত্রীদের ধরপাকড় আর নিরাপত্তা বাহিনীর মধ্যে বড় ধরনের পরিবর্তনের মধ্যেই যুদ্ধকবলিত ইয়েমেন সীমান্তের কাছে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সৌদি আরবের এক রাজপুত্র নিহত হয়েছেন।
নিহত রাজপুত্র মানসুর বিন মাকরান সৌদি আরবের আসির প্রদেশের ডেপুটি গভর্নরের দায়িত্ব ছিলেন। আজ সোমবার সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আসির প্রদেশের ইয়েমেন সীমান্তের কাছে রাজপুত্রের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা আরো সাত আরোহী নিহত হয়েছেন।