নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি
‘‘নারীর ক্ষমতায়ন-মানবতার উন্নয়ন’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ৮ মার্চ আর্ন্তজাতিক নারী দিবস ২০১৫ উদযাপন উপলক্ষে গতকাল শুক্রবার সকালে নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক মানববন্ধন অনুষ্টিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াছমিনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি নাজমা বেগম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও পৌর কাউন্সিলর এটিএম সালাম, সাধারন সম্পাদক মোঃ সরওয়ার শিকদার। এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নারী উন্নয়ন ফোরামের সাধারন সম্পাদক মরিয়ম বেগম, সাংবাদিক মতিউর রহমান মুন্না প্রমুখ। উক্ত মানববন্ধনে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মরত নারী প্রশিক্ষনার্থীসহ বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নারীরা অংশ নেন। এছাড়া আগামী রবিবার এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হওয়ার কথা রয়েছে।