নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ সদর উপজেলার ৭নং নূরপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নূরপুর নোয়াহাটি গ্রামের জরাজীর্ণ একটি রাস্তা সেচ্ছাশ্রমের ভিত্তিতে নির্মান করা হয়েছে।
গতকাল শুক্রবার (৩নভেম্বর)সকালে নূরপুর নোয়াহাটি গ্রামে মসজিদে যাওয়ার একমাত্র রাস্তাটি সেচ্ছাশ্রম দ্বারা ইট, বালু দিয়ে নির্মান করেন নূরপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আব্দুল কাদির আছাদ।
উক্ত গ্রামে মসজিদে যাতায়াত করার একমাত্র রাস্তাটি বেশ কিছুদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। চলাচলে দূর্ভোগ পোহাতে হচ্ছিল এলাকার মুসল্লীদের।
এলাকার মুসল্লীদের ভোগান্তি দূর করতে মেম্বার পদপ্রার্থী আব্দুল কাদির আছাদের এই উদ্যোগ যেন স্থানীয় মুসল্লীদের স্বস্তির নিঃশ্বাস নিতে ভূমিকা নিয়েছে। নির্মানের পর রাস্তাটি দিয়ে চলাচলে সুবিধা হয়েছে বলে অনেকেই জানান।
এ সময় উপস্থিত ছিলেন,মো: খিরাজ সরদার,মো:হিরাজ মিয়া,মো: ইসহাক আলী,সৌদিআরব প্রবাসী মো:খুরশেদ মিয়া,কাতার প্রবাসী মো: সফিক মিয়া,আবু সাইদ,মসজিদের ইমাম মাওলানা আব্দুল আওয়াল,জয়নাল মিয়া,কামাল মিয়াসহ আরো অনেকে।
উল্লেখ্য, মেম্বার পদপ্রার্থী আব্দুল কাদির আছাদের কাছে রাস্তা নির্মানের বিষয় জানতে চাইলে তিনি বলেন- নূরপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডবাসী যদি আমাকে এক বার সুযোগ প্রদান করেন আমি শিক্ষা, খেলাধুলা, যুব সমাজ, বঞ্চিত মানুষ এবং ওয়ার্ডের উন্নয়নে আমি কাজ করে যাব ইনশাল্লাহ।সকলের সহযোগিতার মাধ্যেমে সে সকল কাজ পূরর্ণ করা সম্ভব।
রাস্তা নির্মান উপলক্ষে উক্ত মসজিদে মেম্বার পদপ্রার্থী আব্দুল কাদির আছাদের জন্য মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।