ছনি চৌধুরী,নবীগঞ্জ প্রতিনিধি ॥॥ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অশ্লীল,পর্ণ ভিডিও রাখার দায়ে সাজন মিয়া(২০) নামে এক অশ্লীল ভিডিও বিক্রেতা যুবকে ভ্রাম্যমান আদালত মাধ্যমে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।
সে ইনাতগঞ্জের দীঘিরপাড় গ্রামের আলেক উদ্দিনের পুত্র। জানা যায়,সাজন মিয়া দীর্ঘ দিন ধরে ইনাতগঞ্জ বাজারে ভিডিও দোকানের ব্যাবসা পরিচালনা করে আসছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার একদল পুলিশ নিয়ে সাজনের ভিডিও দোকানে অভিযান পরিচালনা করেন। এ সময় তার কম্পিউটার তল্লাশী করে বিভিন্ন অশ্লীল পর্ণ ভিডিও দেখতে পান।
এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে দ-বিধি ১৮৬০ এর ২৯২/২৯৩ ধারায় ১ (এক) মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। দন্ড প্রাপ্ত সাজন মিয়াকে নবীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। বুধবার তাকে জেল হাজতে পাঠানো হবে ।