নিজস্ব প্রতিনিধি: রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে নগদ অর্থ বিতরণ প্রদান করেছে শায়েস্তাগঞ্জ সমিতি ইউকে।
২৫ অক্টোবর কক্সবাজার জেলার কুতুপালং এ খালিদ বিন ওয়ালিদ মাদ্রাসায় অবস্থানরত শরণার্থী নারী-পুরুষের মধ্যে এ অর্থ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ সমিতি ইউকে’র সহ-সভাপতি যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক শিক্ষানুরাগী মোঃ গাজীউর রহমান গাজী, হবিগঞ্জের ১ম শ্রেণীর ঠিকাদার আব্দুল আহাদ ও মাদ্রাসার পক্ষে হাফেজ খায়রুল বাশার।
এসময় সহযোগিতা করেন শান্ত কুমার সিং, আব্দুল লতিফ, ফয়সাল হোসেন প্রমুখ।
রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশার কথা চিন্তা করে তাদের সহযোগিতায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান শায়েস্তাগঞ্জ সমিতি ইউকে এর সহ-সভাপতি গাজীউর রহমান গাজী।