নিজস্ব প্রতিনিধি, বানিয়াচঙ্গ (হবিগঞ্জ): সারা দেশে ভিজিডি চক্রের ২০১৫-২০১৬ইং সনের নতুন তালিকা অনুযায়ী সুবিধা ভোগীদেরকে মালামাল বিতরণ শুরু হয়েছে। বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউনিয়নে জানুয়ারী ও ফেব্রুয়ারী মাসের ভিজিডি মালামাল (চাল) বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫মার্চ ) সকাল ১০ টায় বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি কমপ্লেক্স প্রাঙ্গনে ১শত ১৭ জন অনুমোদিত তালিকাভূক্ত সুবিধা ভোগী মহিলা প্রত্যেককে দু’মাসে ৫১.৪১কেজি চাল বিতরণ করা হয়েছে।
বিতরণের পূর্বক্ষণে ১শত ২১ ব্যাগে ৬ হাজার ১৬ কেজি চাল খাদ্য গোদাম থেকে ইউ.পি প্রাঙ্গণে ভিজিডি সুবিধাভূগীদের উপস্থিতিতে পৌছানো হয়।
বিতরণ কার্যক্রম শুরু করেন উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমদ ও ইউএনও মোহাম্মদ শামছুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন ইউ.পি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, ট্যাগ অফিসার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ কুতুব উদ্দিন চৌধুরী, ইউ.পি মেম্বার মোতাব্বির হোসেন, আয়ুব আলী, ময়না মিয়া, ইশ্রাব আলী, নূর আহাম্মদ, নুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মতিউর রহমান, মহিলা সদস্যা আম্বিয়া খাতুন, শিরিকা বেগম, সাবেরা খাতুন, ইউ.পি সচিব রাজন চন্দ্র নন্দী, টিসি বুলবুল ধর, ইউডিসি উদ্যোক্তা আনছার আলী প্রমুখ।
উল্লেখ্য, সম্প্রতি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আগুনে ভিজিডি কার্ড ভষ্মিভূত হওয়ায় এবারের তালিকাভূক্তিদের কার্ড ইস্যু করা সম্ভব হয়নি। ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরামর্শক্রমে শুধুমাত্র মাস্টার রোলের মাধ্যমে ভিজিডি মালামাল বিতরণ করা হয়েছে বলে ইউ.পি চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন জানান।