সংবাদদাতা : মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামে এক দরিদ্র পরিবারের কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে বেধড়ক মারধোর করেছে লম্পট এক বৃদ্ধ। মেয়েটির মা সুফিয়া খাতুন জানান, গত মঙ্গলবার রাত ৮টার দিকে ঘর থেকে বাড়ির উঠানে বের হলে প্রবিবেশী প্রভাবশালী আব্দুল কদ্দুছ (৫০) মেয়েটিকে তার ঘরে নিয়ে যায়। এ সময় কদ্দুছ টানাহেচড়া করে মেয়েটির জামা কাপড় ছিড়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ অবস্থায় মেয়েটি শোর চিৎকার করলে আব্দুল কদ্দুছ তাকে বেধড়ক মারপিট করে। পরে স্থানীয় লোকজন মেয়েটিকে উদ্ধার করে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত ডাক্তার মেয়েটিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে রেফার করেন।