নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গে ভূক্তা অধিকার আইনে ৪ ব্যবসা প্রতিষ্টানকে ১৫ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (২৫ অক্টোবর) দুপুরে বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আজকের অভিযানে আইন লঙ্ঘনের দায়ে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য তৈরি, খাদ্যপন্যের সাথে রং ব্যবহার, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেওয়া, প্যাকেটের গায়ে খাদ্যপন্যের উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ না লেখা বিভিন্ন অপরাধে মেঘনা বেকারীকে ৬ হাজার (স্থান- গ্যানিংগঞ্জ বাজার) ।
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য তৈরি, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেওয়া, প্যাকেটের গায়ে খাদ্যপন্যের উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ না লেখা ইত্যাদি অপরাধে সালমা বেকারীকে ৬ হাজার টাকা (স্থান- গ্যানিংগঞ্জ বাজার)।
মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে পপুলার ফার্মেসীকে ১ হাজার ৫শত টাকা (স্থান- হাসপাতাল রোড, নতুন বাজার)।
রসমালাইয়ের প্যাকেটের গায়ে উক্ত খাদ্যপন্যের উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, মূল্য ইত্যাদি লেখা না থাকা, ক্রয়কৃত ভাউচার না রাখা বিভিন্ন অপরাধে মায়া ফুডসকে ২ হাজার টাকাসহ (স্থান-৪নং ইউপি কমপ্লেক্স এর সামনে) মোট ১৫ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়।
এ ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন বানিয়াচং উপজেলার সেনিটারী ইন্সপেক্টর জনাব সঞ্জয় রায় ও বানিয়াচং থানার পুলিশ ফোর্স।