নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে নিম্ন বর্ণে বিয়ের অপরাধ নিয়ে বিরোধের জের ধরে সালিশ বৈঠকে দুই পক্ষের সংঘর্ষে টেটাবিদ্ধসহ ২০ জন আহত হয়েছে।
বুধবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, দক্ষিণ সাঙ্গর গ্রামের সামছু মিয়ার ছেলে আব্দুর রহমান ১৫ দিন পূর্বে হবিগঞ্জ সদর উপজেলার হুরগাও গ্রামে বিয়ে করে। বিয়ের পর থেকেই আব্দুর রহমানের আত্মীয়-স্বজন তাকে চাপ দিতে থাকে কেন সে নিম্ন বর্ণের বংশে সবার অমতে বিয়ে করেছে। এতে তাদের মান সম্মান ক্ষুন্ন হয়েছে বলেও অভিযোগ করে।
এ ব্যাপারে সোমবরার রাতে পারিবারিক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আব্দুর রহমান ও তার আত্মীয়-স্বজনদের মাঝে কথা কাটাকাটি হয়। বিষয়টি সমাধানের জন্য বুধবার সকালে পুনরায় বৈঠকের সময় নির্ধারন করা হয়। কিন্তু বৈঠক চলাকালিন সময় আব্দুল গনি বজলুর রহামন ও একই গ্রামের সিকান্দর মিয়ার ছেলে আপিল উদ্দিনের মাঝে তর্ক শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে স্থানীয় মুরুব্বিরা এসে পরিস্থিত নিয়ন্ত্রনে আনেন। সংঘর্ষে ২০ জন আহত হয়।
এর মাঝে গলায় টেটাবিদ্ধ হয়ে গুরুতর অবস্থায় আব্দুল আজিজ(৪০)কে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপতালে প্রেরণ করা হয়।
আবদুস সোবহান, মনির মিয়া, মনু মিয়া, আব্দুল আলী, কালু মিয়া, আল আমিন, আব্দুল হেকিম, আব্দুল খায়েরকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে।
বানিয়াচং থানার ওসি মোজাম্মেল হক জানান, তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।