নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের পানির গর্তে আটকা পড়ল ট্রাক।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার মিরপুর বাজারের শ্রীমঙ্গল সড়কে সিমেন্ট বোঝাই ট্রাকটি আটকে যায়। ট্রাকটি বগুড়া থেকে কুলাউড়া যাচ্ছিল।
ট্রাকটি আটকা পড়ায় সকাল থেকে যান চলাচলে মারাত্নক ব্যঘাত ঘটছে। একটা একটা করে গাড়ি পাস করতে গিয়ে রাস্তায় জ্যামের সৃষ্টি হয়েছে বলে জানান মিরপুর বাজারের ব্যবসায়ী নেতারা।
একটু বৃষ্টিতেই আঞ্চলিক মহাসড়কে হাঁটু পানি জমে থাকে। বৃষ্টি ছাড়াও বাসা বাড়ীর পানিতে সব সময় মহাসড়ক পানিতে ভরপুর থাকে। প্রতিটি গর্তে বৃষ্টি না হলেও পানি লেগেই থাকে।
বহু আবেদন-নিবেদন, আন্দোলনের পরও পানি নিস্কাশনের কোন ব্যবস্থাই নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই পানি ডিঙ্গিয়ে ঐ এলাকায় লোকজন চলাচল করতে না পারায় সড়কের পাশের দোকান-পাট গুলো দীর্ঘদিন যাবৎ ক্রেতা শুণ্য হয়ে পড়ছে। ফলে অর্ধশত ব্যবসায়ীদের লাখ লাখ টাকা লোকসান গুনতে হচ্ছে।
এ আঞ্চলিক মহাসড়ক দিয়ে কলেজসহ ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আসা যাওয়া করে। গত এক সপ্তাহ যাবৎ বৃষ্টি না থাকলেও সড়কের পানি না কমায় শিশু শিক্ষার্থীদের ধারনা সড়কে পাতাল থেকে পানি উঠছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মিরপুর বাজারের শ্রীমঙ্গল সড়কে দীর্ঘদিন ধরে বেশ কিছু অবৈধ স্থাপনা সৃষ্টির ফলে পানি নিস্কাশন বন্ধ হয়ে প্রায় ৬শত মিটার সড়ক জুড়ে হাঁটু পরিমান বৃষ্টির পানি জমে আছে। ফলে দূর্ভোগে দিন কাটাচ্ছে বাজারের অন্তত অর্ধশত ব্যবসায়ী আর ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন সহ স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণ।