চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট প্রিমিয়ার লীগ (সিপিএল) এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় স্থানীয় ডিসিপি হাই স্কুল মাঠে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের সিপিএল এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান রুবেল, সেক্রেটারি সাইফুল আলম রুবেল,হবিগঞ্জ সদর থানা ছাত্রলীগের সভাপতি গাজিউর রহমান এমরান, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, খেলার উদ্যোক্ত সেলিম মিয়া, উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, স্থানীয় খেলোয়ার কল্যাণ সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় ফ্রেন্ডর্স ক্লাব ব্যাট করতে নেমে ১০ উইকেটে ১৪৯ রান করে। জবাবে বঙ্গবন্ধু স্পোটিং ক্লাব ৪ উইকেটে ১৫০ রান সংগ্রহ করে বিজয়ী হয়।
বৃহস্পতিবার (৫ মার্চ) নুর চান স্পোটিং ক্লাব ফ্রেন্ডস ক্লাব বয়েজ এর মুখোমুখি হবে।
উল্লেখ্য, সিপিএল-এ চুনারুঘাট উপজেলার ১১টি দল অংশ নিচ্ছে।