নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গে বজ্রপাতে দু সহোদর নিহত হয়েছেন।
শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার কাগাপাশা ইউনিয়নের বাগহাতা হাওরে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত দু সহোদর হল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আক্কাছ আলী মিয়ার দুই ছেলে মো. বাবুল মিয়া (২৭) ও ইরফান আলী (১৫)।
জানা যায়, শুক্রবার ভোরে উপজেলার বাগহাতা হাওরে মাছ ধরতে যায় দু সহোদর। সকাল ৮টার দিকে বৃষ্টির সাথে শুরু হয় বজ্রপাত। এক পর্যায়ে দুই সহোদরের উপর বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই দুই সহোদর নিহত হন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বারবার মূর্চা যাচ্ছে তাদের মা।