ছনি চৌধুরী,হবিগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার পৌর এলাকায় পানিতে ডুবে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে ।
জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে নবীগঞ্জ পৌর এলাকার মদনপুর গ্রামের আব্দুল বাছিদ এর শিশু কন্যা ফারিয়া আক্তার (২) খেলার ফাকেঁ পরিবারের সবার অগোচরে বাড়ির নিকটস্থ পুকুরে পড়ে যায় । পরে পরিবারের লোকজন ফারিয়া’কে বিভিন্ন স্থানে খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরে ফারিয়াকে ভাস্যমান অবস্থায় দেখতে পান ।
এসময় তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেণ । এঘটনায় ফারিয়ার পরিবারে চলছে শোকের মাতম ।