স্পেন প্রতিনিধি : স্পেন বিএনপি এর আয়োজনে বেগম খালেদা জিয়ার উপর মিথ্যে মামলার প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে স্পেন বিএনপি।
গত ১১ অক্টোবর মাদ্রিদের একটি রেস্টুরেন্টে,স্পেন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আহমেদ শামসুর সভাপতিত্বে এবং সহ সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রিগান এর পরিচালনায় বক্তব্য রাখেন আব্দুল গফফার মিলন,সাইফুল আলম,ফজির আলি নাদিম,আবু জাফর রাসেল,আব্দুল মোতালেব বাবুল, কবির, শেখ ফরহাদ আহমেদ,এমদাদ হোসেন,মাহবুবুর রহমান এনাম,সোহেল আহমেদ,আজিজুর রহমান,সাজু আহমেদ,নিয়ামত আহমেদ সহ আরো অনেকে।
দলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবু জাফর রাসেল বলেন মুক্তিযুদ্ধের কান্ডারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর গড়া বিএনপি কে ধ্বংস করা যাবে না। মামলা হামলা দিয়ে আর যাই হউক মেডাম খালেদা জিয়া কে ভয় দেখিয়ে লাভ নেই। নেতৃবৃন্দ অবিলম্বে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার এর দাবি জানান।