শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : আগামীকাল বৃহস্পতিবার শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ গাউছিয়া কমিটি ও আঞ্জুমানে ছালেকিনের উদ্যোগে ২য় বার্ষিক ঐতিহাসিক ছুন্নিমহা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ সিএনজি স্ট্যান্ড সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে সভাপতিত্ব করবেন, উবাহাটা কুদ্রতীয়া দাখিল মাদ্রাসার সহ সুপার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা মুফতি বশির আহমদ আল কাদরী। সহ সভাপতিত্ব করবেন, উবাহাটা গ্রামের বিশিষ্ট মুরব্বি মোঃ আব্দুল গণি তালুকদার, সাবেক ইউপি সদস্য ও বিশিষ্ট মুরব্বি মোঃ চান্দ আলী, উবাহাটা ইউপির সাবেক সদস্য বিশিষ্ট সমাজ সেবক আলহাজ¦ মোঃ রজব আলী। উবাহাটা গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে মূল্যবান তাফছির পেশ করবেন, উপ মহাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন সুলতানুল মুনাজিরীন উস্তাদুল উলামা পীরে ত্বরীকত আল্লামা সাহেব কিবলা সিরাজ নগরী (মাঃ জিঃ আঃ)। বিশেষ অতিথি হিসেবে মূল্যবান তাফছির পেশ করবেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা আবু ছুফিয়ান আবিদী আল কাদরী চাদপুরী। প্রধান বক্তা হিসেবে মূল্যবান তাফছির পেশ করবেন চুনারুঘাট হাজী আলীম উল্লাহ মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল শেখ মোশাহিদ আলী। বিশেষ বক্তা হিসেবে মূল্যবান তাফছির পেশ করবেন ইসলামী চিন্তাবিদ হযরত মাওঃ ইরফান আলী, হযরত মাওলানা ক্বারী আনিছুর রহমান, হযরত মাওঃ শাহ মনির আহমদ, হযরত মাওঃ শফিকুল ইসলাম, হযরত মাও নজরুল ইমলাম। এছাড়া ও দেশের প্রখ্যাত আলেমেদ্বীনগণ উপস্থিত থেকে মূল্যবান তফছির পেশ করবেন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহির, উবাহাটা ইউপি চেয়ারম্যান মোঃ এজাজ ঠাকুর চৌধুরী, ইউপি মেম্বার আব্দুল মান্নান বাবুল প্রমুখ। তাফছির কমিটির পক্ষ থেকে উক্ত সম্মেলনে সকলকে দলে দলে যোগদান করে দুনিয়া ও আখেরাতের অশেষ ছোয়াব হাসিল করার জন্য বিশেষ ভাবে দাওয়াত করা হয়েছে।