হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার কাগাপাশা বাজারস্থ নতুন ব্রীজ এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
বুধবার (১১ অক্টোবর) র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর দপ্তর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (৯ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটককৃত আসামির নাম মো. বশর মিয়া (৩৪)। তিনি বানিয়াচং থানার উমরপুর গ্রামের মৃত মোনাফ মিয়া ছেলে।
শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার বলেন, মো. বশর মিয়া একজন মাদক ব্যবসায়ী। সে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় মাদক সরবরাহ করে। সে আইন শৃঙ্খলা বাহিনীর হাত থেকে আটক এড়ানোর জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন রুপ ধারণ করে মাদক ব্যবসা করে আসছিল।
আটককৃত আসামিকে হবিগঞ্জ জেলার বানিয়াচং থানায় মামলার মূলে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।