মতিউর রহমান মুন্না,নবীগঞ্জ থেকে : বিপুল পরিমাণ বালু ও বালু উত্তোলনে ব্যবহ্নত ড্রেজার মেশিন ও পাইপ জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত। জব্দকৃত প্রায় ৫০ লাখ ঘনফুট বালুর বর্তমান বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা। জব্দকৃত বালু ও মালামাল ছাড়াতে ওই মহলটি দৌড়ঝাঁপ শুরু করেছে। হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের একাধিক প্রভাবশালী নেতার সহযোগিতায় অবৈধভাবে বিবিয়ানা গ্যাস প্লান্টের পাশে কুশিয়ারা নদী থেকে সরকারি কোন অনুমতি না নিয়ে বালু উত্তোলন করে আসছে নবীগঞ্জের একটি মহল। গতকাল মঙ্গলবার সকালে হবিগঞ্জ জেলা প্রশাসনের (নেজারত ডেপুটি কালেকক্টর) আরডিসি মোঃ নূরুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা গ্যাস ফিল্ডের নর্থ প্যাডের পাশে ৬টি স্তুপিকৃত বালু মহালে অভিযান চালান। এসময় সেখানে উপস্থিত লোকজন স্তুপিকৃত বালুর মালিক ফেমাস ট্রেডার্স, ইউনাইটেড এন্টারপ্রাইজ, শিপন এন্টারপ্রাইজ, জামারগাঁও এন্টারপ্রাইজ ও একতা এন্টারপ্রাইজের বলে দাবি করেন। প্রতিষ্টানগুলোর মালিক পক্ষের লোকজন কুশিয়ারা নদী থেকে বালু উত্তোলনে বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি। ভ্রাম্যমান আদালত জব্দকৃত বালু, ড্রেজার মেশিন ও ২০০টি পাইপ স্থানীয় পুলিশ ফাঁড়ির এস আই জাহাঙ্গীরের জিম্মায় রেখেছেন।
আজ বুধবার বিকেল ৫টার মধ্যে বালু উত্তোলনের বৈধ কাগজপত্র দেখাতে না পারলে জব্দকৃত বালু নিলামে বিক্রি এবং বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা ২০১০ আইনের বিধান অনুযায়ী দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আরডিসি নূরুজ্জামান।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি দলের ছত্রছায়ায় বিবিয়ানা গ্যাস ফিল্ডের পাশে কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় দেশের বৃহত্তম গ্যাস ফিল্ডের আশপাশ হুমকির মধ্যে রয়েছে। সূত্রটি আরো জানায়, নির্মাণাধীন বিবিয়ানা পাওয়ার প্লান্টে বালু সরবরাহ করার জন্যই ওই প্রভাবশালী মহলটি বালু স্তুপ করছে।