নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের নবীগঞ্জ পৌর শহরের সালামতপুর এলাকায় শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আব্দুল মুকিত(১৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে ।
আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায় সোমবার সন্ধ্যার দিকে পৌর এলাকার সালামতপুর গ্রামে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে ওই গ্রামের মোঃ মনির মিয়ার ছেলে সবুজ মিয়ার সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে একই গ্রামের আব্দুল তায়িদ মিয়ার ছেলে আব্দুল মুকিত । বাকবিতন্ডার এক পর্যায়ে সবুজ মিয়া আব্দুল মুকিত(১৮) কে ছুরি দিয়ে বুকে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে।
পরে স্থানীয় লোকজন মুকিত’কে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করা হয়। সংবাদটি লেখা পর্যন্ত মুকিত এর অবস্থা আশংকাজনক বলে জানা গেছে । এবিষয়ে মামলা দায়ের এর প্রস্তুতি চলছে ।