চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : চুনারুঘাটে স্কুল, মসজিদ ও বাজারের জনবল ব্যবহৃত একটি পুকুর দখল করে ভরাটে প্রতিবাদে মানববন্ধন করেছে স্কুল শিক্ষার্থীরা।
রোববার সকাল ১১টা থেকে ১২ পর্যন্ত উপজেলা শানখলা ইউনিয়নের শাকিরমোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ক্লাস বর্জণ করে এ মানববন্ধন পালন করে।
শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত মানববন্ধন বক্তব্য রাখেন-স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ফজলুর রহমান তরফদার সবুজ, স্কুলের ম্যানেজিং কমিটি সভাপতি আব্দুল কদ্দুছ, সদস্য জামাল তালুকদার, কবির মিয়া, শফিক তরফদার, স্কুলের প্রধান শিক্ষক শামছুল হক চৌধুরী, শাকিরমোহাম্মদ দাখিল মাদ্রাসা সুপার ও মসজিদ কমিটির সভাপতি মাওঃ আঃ মালেক।
এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, শাকির মোহাম্মদ বাজারের স্থানীয় বাসিন্দা মসকুদ রহমান তরফদার, মামুনুর তরফদার, স্কুলের দশম শ্রেণীর ছাত্র রাহিম তরফদার, শিক্ষক, স্থানীয় বাসিন্দাসহ বিদ্যালয়ের প্রায় ৮শ’ ছাত্র-ছাত্রী মানববন্ধনে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য , ১৯৩৩ সালে শরৎচন্দ্র বৈষ্ণব্য নামে একজন জমিদার জনস্বার্থে শাকিরমোহাম্মদ বাজারে পুকুরটি ব্যবহারের জন্য দিয়ে যান। উক্ত পুকুরটি শাকিরমোহাম্মদ বাজারের তিনটি প্রতিষ্ঠান ও একটি বাজার দীর্ঘদিন যাবৎ ওই পুকুরটি ব্যবহার করে আসছে। স্থানীয় একটি মহল ওই পুকুরটি ভরাট করে দখল নিতে মসজিদের পাশে পুকুর ভরাট করে একটি টিনশেট ঘর তৈরী করে। ফলে শাকিরমোহাম্মদ উচ্চ বিদ্যালয়, শাকিরমোহাম্মদ প্রাথমিক বিদ্যালয়, বাজারে মসজিদ, শাকিরমোহাম্মদ বাজারের লোকজন ওই পুকুর ব্যবহার থেকে বঞ্চিত হবে। প্রশাসনের নিকট স্কুল ও স্থানীয়দের দাবী পুকুরটি উদ্ধার করে জনস্বার্থে ব্যবহার করার জন্য অনুরোধ জানান।
দখলের বিষয়ে শাকিরমোহাম্মদ স্কুলের ম্যানেজিং কমিটি সভাপতি আব্দুল কদ্দুছ বলেন, দীর্ঘদিন যাবৎ পুকুরটি ৩টি প্রতিষ্টান ব্যবহার করে আসছে। সম্প্রতি একটি কু-চক্রী মহল দখল নিতে উটেপরে লেগেছে। আমরা যেকোন মূল্যে পুকুরটি উদ্ধার করেত পদক্ষেপ নিব।
শানখলা ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান তরফদার বলেন- তিনি স্কুলের সাথে একাত্ব প্রকাশ করে বলেন পুকুর ভরাট ও উদ্ধার করতে যা যা করনীয় আমি করে যাবো। আমিও এই স্কুলের ছাত্র ছিলাম। তিনি আরও বলেন আইনের প্রক্রিয়ার মাধ্যমে পুকুর ভরাট বন্ধ করে জনস্বার্থে ব্যবহৃত পুকুরটি ব্যবহার করা উপযোগী করা হবে।
এদিকে শাকির মোহাম্মদ উচ্চ বিদ্যালয় পুকুর দখল করে ভরাটে প্রতিবাদে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে একটি অভিযোগ দায়ের করেছেন। এর অনুলিপি উপজেলা পরিষদ চেয়ারম্যান, সহকারী কমিশনার (ভূমি), অফিসার ইনচার্জ, চুনারুঘাট থানা ও শানখলা ইউপি চেয়ারম্যান এর নিকট প্রেরণ করেছেন।