চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটে অাহম্মদাবাদ মানব কল্যাণ সংঘের উদ্যোগে গতকাল মঙ্গলবার সন্ধা ৭ ঘটিকায় অাহম্মদাবাদ ইউপি কমপ্লেক্স এর হলরুমে মোঃ নাছির উদ্দিনের সভাপতিত্বে ও অাঃ ওয়াহিদের পরিচালনায় এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। বৃক্ষনিধনকারীদের বিরুদ্ধে অাসন্ন অাগামী রবিবারের মানব বন্ধনে সকল সদস্যগনকে অংশ গ্রহন করে ঐ আন্দোলনকে জোরদার করার জন্য সিদ্ধান্ত গ্রহন করা হয়। উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক আঃ রাজ্জাক রাজু, মোঃ আজিজুল হক নাছির, আকরামুল হক এমরান, কবি মহিবুর রহমান জিতু, ডাঃ শামীম আহমেদ, সবুজ বাঙ্গালী, মনিরুল হক রকিব, মাছুম ভূইঁয়া, সাংবাদিক এম এস জিলানী আখনজী, লোকমান হোসেন, টিপু সুলতান প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম সরদার, বেলাল আহমেদ, জামাল মিয়া, কাউছার মিয়া, নাসিম, আতিক রহমান, সনজিত দেবনাত, শাহিন আহমেদ, আল আমিন, আক্তার মিয়া, শামীম মিয়া, আক্তার হোসেন, শহীদুর রহমান, হারুন মিয়া, রাজিব আহমেদ, সেলিম আহমেদ, তারেখ মিয়া, মনির হোসেন, রিপন মিয়া, ইব্রাহীম মিয়া, সাইফুর রহমান, আসাদুজ্জামান রাসেল, শাকিল আহমেদ, কাউছারুল গনি(রুমান্স), আকাশ ভূইঁয়া, রুহুল আমীন, সুফিয়ান, শওকত উসমান, অনিরুদ্ধ পাল অন্তু প্রমূখ। উল্লেখ্যঃ সৌদি আরব প্রবাসী মোঃ সেলিম আজাদের প্রানান্তকর প্রচেষ্টায় জনকল্যান মূলখ সংগঠন “অাহম্মদাবাদ মানব কল্যান সংঘ,, প্রতিষ্ঠিত হয়।