নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলা ছাত্রদল ঘোষিত কর্মসূচী হিসেবে লাখাইয়ে মুক্তিযোদ্ধা জিয়া ডিগ্রী কলেজের নাম পরিবর্তন করে লাখাই মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজ নামকরণ করায় শায়েস্তাগঞ্জে থানা, পৌর ও কলেজ ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন পৌর ছাত্রদলের আহ্বায়ক পারভেজ আহমেদ।
থানা ছাত্রদলের আহ্বায়ক আল আমিন সোহাগের পরিচালনায় বক্তব্য রাখেন- পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নূর আলম, থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ জামান রিপন, কলেজ ছাত্রদলের আহ্বায়ক কাউছার আহমেদ, যুগ্ম আহ্বায়ক আলী আকবর শিপন, ই আর ইকবাল, মারাজ মিয়া, নুরে আলম মামুন, আলী ইউনুছ, মিজান, খোকন, ফরহাদ, রনি, রুবেল, ফয়সল, শাহনুর রিপন, সোহেল, হাফিজ, ইলিয়াছ, সাহাব উদ্দিন,মহিউদ্দিন, মামুন, সালেক, মোতাবিল, তুহিন, জালাল, শেখ রানা, জাকির, বুকল, রাজু, জয়, কাসেম, নিজাম, আল-আমিন, জুনায়েদ, মোতালিব, রাজন খান, তাজুল, রানা, শিপন, মামুন, আরিফ তালুকদার, নাঈম, শোভন, নাজমুল, পারভেজ ও রুমন প্রমুখ। বক্তারা মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান কলেজের নাম পরিবর্তন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং নাম পুনরায় বহাল করার জোরদাবী জানান।