চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে পোস্ট ই-সেন্টারের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকাল সাড়ে ৩টায় পৌর শহরের লস্কর ম্যানশনের ২য় তলায় এ সেন্টারের উদ্বোধন করেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলী।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু তাহের মিয়া মহালদার, চুনারুঘাট ব্যাকস সেক্রেটারী আলহাজ্ব ছিদ্দিকুর রহমান মাসুদ, উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান চৌধুরী, সেচ্ছাসেবকলীগ সেক্রেটারী ইউপি চেয়ারম্যান আলাহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, জেলা যুবলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আলাহাজ্ব জিল্লুল কাদির লস্কর রিমন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর মোঃ মুরতুজ আলী সরদার, চুনারুঘাট মাদ্রাসার শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক মাসুক মিয়া, প্রবাসী নাজমুল হোসেন বকুল, তাতীলীগের যুগ্ন-আহবায়ক আহাম্মদ আলী, যুবলীগ নেতা আকবর আলী মেম্বার, মোঃ আব্দুল্লাহ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মানিক মিয়া, পোস্ট ই সেন্টারের পরিচালক ফয়সল আহমেদ তারেক, মোস্তাফিজুর রহমান তালুকদার ও তোফায়েল আহমেদ তানভীর, কলেজ ছাত্রলীগ নেতা সায়েম তালুকদার, জাহাঙ্গীর তরফদার প্রমূখ।
উল্লেখ্য এই পোস্ট ই-সেন্টারে সরকারিভাবে স্বল্প খরচে ৩ মাস ও ৬ মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ শেষে ও সরকারি সার্টিফিকেট প্রদান করা হয়।
এছাড়া এখানে কম্পিউটার কম্পোজ ও প্রিন্ট, স্ট্যাশনারী সামগ্রী, ডিজিটাল ছবি তোলা ও প্রিন্ট, অনলাইনে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সকল প্রকার চাকুরীর আবেদন, কম্পিউটার সার্ভিসিং ও কম্পিউটারের যাবতীয় মালামাল পাওয়া যায়।