স্টাফ রিপোর্টার ॥ নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনা’র জন্ম দিবস পালন করেছে হবিগঞ্জ জেলা যুবলীগ।
বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঘোষিত ‘জনগণের ক্ষমতায়ন’ দিবসটি পালন কর্মসূচির শুরু করা হয়। রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম। বাদ জোহর শহরের রাজনগরস্থ ইসলামিয়া এতিমখানা মসজিদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশবাসীর জন্য দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা তৈয়বুর রহমান।
পরে এতিমখানার শিশুদের নিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এতে প্রায় দেড়শতাধিক এতিম শিশুসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন।
জন্ম দিবস পালনের কর্মসূচিতে অংশ নেন জেলা যুবলীগের সহ সভাপতি শওকত আকবর সোহেল, এসএম আব্দুর রউফ মাসুক, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, মোতাহের হোসেন রিজু, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর শেখ উম্মেদ আলী শামীম, শফিকুজ্জামান হিরাজ, ফেরদৌস আহমেদ, তাজ উদ্দিন আহমেদ তাজ, সম্পাদক মন্ডলীর সদস্য এমএ হাকিম, শাহীন তালুকদার, বিপুল রায়, মঈন উদ্দিন চৌধুরী সুমন, বদরুল আলম, নিজাম উদ্দিন শরীফ জনি, শাহরিয়ার সুমন, এডভোকেট মহিউদ্দিন সোহেল, এডভোকেট এনামূল হক, আলম মিয়া, ফারুক মিয়া, সৈয়দ শাহ দরাজ, সবুজ আহমেদ, জাহির মিয়া, শাহ আরেফীন সুমন, আলমগীর হোসেন, আমির হোসেন, ইকবাল হোসেন খান, দেলোয়ার খান, ইমতিয়াজ জাহান শাওন, জুয়েলুর রহমান, সজল খান, আবুল কাশেম রুবেল, শাহ বাহার, গোলাম রাব্বানী মাহিন, তাজুল খান, শিমূল আহমেদ, জসিম উদ্দিন, রহিম মিয়া, শেখ সুমন, আলতু মিয়া, আজিম মিয়া, রুহুল দাশ প্রমুখ।