মনিরুল ইসলাম শামিম, বাহুবল থেকে : শামীম আল ইমরান। ডাক নাম ‘সোহাগ’। বাহুবল উপজেলার একজন কৃতি সন্তান। এ উপজেলার স্মারণকালের ইতিহাসে তিনি প্রথম উপজেলা নির্বাহী অফিসার। সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় তিনি গত ২১ সেপ্টেম্বর থেকে দায়িত্ব পালন করছেন।
শামীম আল ইমরান বাহুবল উপজেলার ২নং পুটিজুরী ইউনিয়নের হিলালপুর গ্রামের মরহুম আলাউদ্দিন ও মরহুমা রহিমা আক্তার জুয়েল-এর একমাত্র পুত্র সন্তান এবং পুটিজুরী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার নঈমুল্লা-এর ভাতিজা। তার পিতা আলাউদ্দিন বিডিআর ও মা রহিমা আক্তার জুয়েল পরিবার পরিকল্পনা বিভাগে চাকরি করতেন। শামীম আল ইমরান বাহুবল সদর প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা, দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন থেকে এসএসসি, আমদমজী ক্যান্টঃ কলেজ থেকে এইচএসসি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
তিনি ৩০তম বিসিএস প্রশাসন ক্যাডারে নিয়োগ লাভ করেন। শামীম আল ইমরান বিগত ২০১২ সনে কিশোরগঞ্জ কালেক্টরেটে ১ম যোগদান করেন। পরে তিনি জামালপুর জেলার মেলান্দহ, মৌলভীবাজার জেলার রাজনগর, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। গত ২১ সেপ্টেম্বর তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন।
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক কন্যা সন্তানের জনক।