নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার রাধাপুরে নৌকা দিয়ে দুর্ষর্ধ ডাকাতি সংঘটিত হয়েছে। এসময় তারা বাড়ি ঘরে থাকা স্বর্ণালংকারসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এদিকে, ডাকাতদের প্রহারে একই পরিবারের ৭ জন আহত হয়েছে। আহত অবস্থায়
রোববার (২৪ সেপ্টেম্বর) সকালে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
আহতরা হল, ওই গ্রামের শুকুর চান বিবি (৫৫), আলেমা খাতুন (৫৫), সাজনা বেগম (২৫), রুজিনা আত্তার (২৪), সুলতানা আক্তার (১৮), আব্দুর রউফ (২২)।
আহত সূত্রে জানা যায়, গত শনিবার দিবাগত মধ্য রাতে নৌকা দিয়ে একদল সশস্ত্র ডাকাতরা রাধাপুর (মোহনপুর) গ্রামের আলী সুন্দর ও ফকির আলীর বাড়িতে হানা দেয়। এসময় ডাকাতরা ঘরে প্রবেশ করে পরিবারের লোকদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্নালংকার, মোবাইল ফোনসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। তাতে ডাকাতাদের বাধা দিতে চাইলে ডাকাতরা উল্লেখিতদের প্রহার করে আহত করে।
এদিকে, বর্ষা মৌসুমে নৌকা দিয়ে এরকম ডাকাতির ঘটনায় রাধাপুরসহ ওই এলাকার সাধারণ লোকজনের মধ্যে ডাকাত আতংক বিরাজ করছে।