মোঃ মিজানুর রহমান, সৌদি আরব থেকেঃ পবিত্র হজ পালন শেষে ৬০ হাজারেরও বেশি হজযাত্রী সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরেছেন। আগামী ৫ অক্টোবরের মধ্যে সব হাজি দেশে ফিরতে পারবেন বলে জানিয়েছে হজ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আজ এক বুলেটিন বার্তায় জানায়, আজ পর্যন্ত ৬০ হাজার ১৫২ জন হজযাত্রী সৌদি আরব থেকে দেশে ফিরছেন। এবারের হজ পালন করতে বাংলাদেশ থেকে মোট এক লাখ ২৭ হাজার ২২৯ জন সৌদি আরব গেছেন। এর মধ্যে সৌদি আরবে বাংলাদেশের ১৩৫ হজযাত্রী ইন্তেকাল করেছেন।
সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ ও বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব থেকে পাওয়া তথ্যে আরো জানা যায়, এ পর্যন্ত গত ৬ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্স ১৭২ ফিরতি হজ ফ্লাইট পরিচালনা করে। এর মধ্যে বাংলাদেশ এয়ারলাইন্স ৮০টি ও সৌদি এয়ারলাইন্স ৯২টি হজ ফ্লাইট পরিচালনা করে বলে হজ অফিস সূত্রে জানা যায়। মোট ৩৭০টি হজ ফ্লাইটের মধ্যে বাংলাদেশ বিমান ১৯১টি ও সৌদি এয়ারলাইন্স ১৭৯টি হজ ফ্লাইট পরিচালনা করবে।
lএ বছর সৌদি আরবে মৃত বাংলাদেশের ১৩৫ জন হজযাত্রীর মধ্যে ২৯ জন মহিলা রয়েছেন। বাংলাদেশের হজযাত্রীর মধ্যে মক্কায় ১০২ জন, মদিনায় ১৫ জন, জেদ্দায় দুজন ও মিনায় ১৬ জন ইন্তেকাল করেন।