সৈয়দ শাহান শাহ পীর ॥ আজ আরবী হিজরী শুভ নববর্ষ উদযাপিত হচ্ছে।
এ উপলক্ষে সারা বিশ্বের সকল মুসলমানদের বিশেষ করে রোহিঙ্গা অসহায় মুসলমানদের শান্তির লক্ষে এবং সংঘটিত সমস্যা সমাধান কামনা করে হবিগঞ্জের মসজিদ, মাদ্রাসা, ইসলামীক সংগঠন এবং বিশেষভাবে সুতাং অঞ্চলের সুরাবই, পুরাসুন্দা, নূরপুর, পাঁচগাঁও, সুলতানশী, চন্দ্রচড়ি, লস্করপুর,মুরারবন্দ নরপতি, চন্ডিপুর, নছরতপুর, বারলাড়িয়া, অলিপুর, রিয়াজনগর, শৈলজুড়া, কাজীরগাঁও, উচাইল, রায়পুর, বহুলা, এবং হবিগঞ্জসহ প্রায় অর্ধশতাধিক আহলে বায়াত পাক পাঞ্জাতন স্মৃতিসৌধে দোয়া, দুরুদ, সালাত, সালাম, মিলাদ, নফলি রোজার মাধ্যমে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে মহা পবিত্র মহররম মাসের প্রথম দিন অর্থ্যাৎ আরবি হিজরী শুভ নববর্ষকে বরন ও পালন করা হচ্ছে।
উল্লেখ্য, আজ হতে আশুরা পর্যন্ত এমনিভাবে উৎযাপিত হবে তবে আশুরার দিনটা বিশেষভাবে পালন করার জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে।