নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ আনন্দ নিকেতনের নৃত্য শিল্পী আছাব আলী ঢাকাতে অনুষ্টিত বিষয় ভিত্তিক নৃত্য প্রতিযোগিতায় সারা দেশের মধ্যে নৃত্য শিল্পী সংস্থার সেরা ১০ এর মধ্যে ১ম স্থান অর্জন করেছে।
গত ১৭ সেপ্টেম্ভর বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা ও বাংলাদেশ শিল্পী কলা একাডেমির যৌথ আয়োজনে ঢাকায় অনুষ্টিত হয় দেশব্যাপী বয়স ও বিষয় ভিত্তিক নৃত্য প্রতিযোগিতা ২০১৭ইং।
উক্ত প্রতিযোগিতায় অংশ গ্রহন করে নবীগঞ্জ পৌর এলাকার রাজাবাদ গ্রামের মরহুম রহমত আলীর ছেলে এবং আনন্দ নিকেতনের ক্ষুদে নৃত্য শিল্পী আছাব আলী। ছুড়ান্ত প্রতিযোগিতায় অংশ গ্রহন করে সেরা ১০ এর মধ্যে ১ম স্থানের গৌরব অর্জন করেছে আছাব আলী। সে আনন্দ নিকেতনের ওস্তাদ প্রবীর শীলের তত্ত্বাবধানে নিয়মিত নৃত্য বিভাগে শিক্ষা গ্রহন করছে।
আছাব আলী’র ভাই শ্রমিক নেতা আকবর আলী তার এই সফলতার জন্য শিক্ষক প্রবীর শীলসহ নিকেতনের কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উক্ত আছাব আলী নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ ও সাংবাদিক এটিএম সালাম এর ভাইজতা।