নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার গন্ধা গ্রামের পৌর কাউন্সিলর মিজানুর রহমানের বাড়ির সীমানা প্রাচীর থেকে ঝুলন অবস্থায় – জ্যোৎস্না বেগমের মৃতদেহ উদ্ধার করেছিল পুলিশ।হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামের জ্যোৎস্না বেগম (৩২) কে হত্যার ঘটনার সাথে জড়িত সন্দেহে নবীগঞ্জের ছদর মিয়া (২৫) কে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রত্যড়্গদর্শী মোঃ তাজ উদ্দিনের দেয়া তথ্যমতে ও মৃত জ্যোৎস্না বেগমের মোবাইল ফোনের কল লিষ্টের সুত্রধরে তাকে গ্রেফতার হয়। ছদর মিয়া পৌর এলাকার মায়ানগর গ্রামের জামাল উদ্দিনের পুত্র । হত্যাকান্ডের প্রায় দুই মাস ১৮ দিন পর মামলার তদনত্মকারি কর্মকর্তা ও নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলীর নির্দেশে এসআই আশিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার জুরাইন কদমতলি এলাকার ভাড়া বাসা থেকে গতকাল রবিবার ভোর ৫ টার দিকে তাকে গ্রেফতার করে। এর আগে গত ২২ ফের্রম্নয়ারী নবীগঞ্জ শহরের বানিয়াচং রোড এলাকা থেকে সিএনজি অটোরিক্সা চালক মোঃ তাজ উদ্দিনকে আটক করেছিল পুলিশ।
তাজ উদ্দিন উপজেলার ৭নং করগাও ইউনিয়নের পুরম্নষোত্তমপুর গ্রামের মৃত কুবাদ উলস্নার পুত্র। মোঃ তাজ উদ্দিন উলেস্নখিত জ্যোৎস্না বেগমের খুনের ঘটনার প্রত্যড়্গ স্বাড়্গী বলে দাবি করে পুলিশের কাছে এবং আদালতে ঘটনার লোমহর্ষক বর্ণনা দিয়ে স্বীকারোক্তি মূলক জবান বন্দি প্রদান করেছে বলেও সংশিস্নষ্ট সুত্রে জানা গেছে। এদিকে প্রত্যড়্গদর্শী তাজ উদ্দিন ও ঢাকা থেকে ছদর মিয়াকে গ্রেফতারের ঘটনায় এলাকায় নতুন করে আলোচনার ঝড় বইছে।
উলেস্নখ্য, গত বছরের ১০ ডিসেম্বর ভোরে গন্ধ্যা গ্রামের বাসিন্দা নবীগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান মিজানের বাড়ির সীমানা প্রাচীর থেকে জ্যোৎস্না বেগমের ঝুলনত্ম মৃতদেহ দেখে ওই গ্রামের এক মহিলা সুর চিৎকার দেন। মহিলার চিৎকারে গ্রামের লোকজন ছুটে এসে মৃতদেহ দেখেন। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট তৈরী করে। মৃতদেহ সুরতহাল করার সময় পুলিশ মৃতদেহের বস্নাউজের নীচ থেকে একটি চিরকুট উদ্ধার করে। চিরকুটের সূত্র ধরে মৃতদেহের পরিচয় সনাক্ত করে পুলিশ। নিহত জ্যোৎস্নার পিতার নাম সামছু মিয়া। বাড়ি হবিগঞ্জ সদরের উচাইল চারিনাও গ্রামে। জ্যোৎস্নার স্বামীর বাড়ি বানিয়াচং উপজেলার দড়্গিণ যাত্রাপাশা গ্রামে। জ্যোৎস্নার খুনের ঘটনার ৮/১০ মাস আগে স্বামী মহিবুর রহমানের সাথে তার বিবাহ বিচ্ছেদ ঘটেছিল বলে ওই সময় লোকমুখে প্রচারিত হয়েছিল। আটক মোঃ তাজ উদ্দিন পুলিশের কাছে স্বীকার করেছে পৌর এলাকার মদনপুরের ছদর মিয়াসহ অপর এক যুবক ঘটনার রাতে অনুমান ১০ টার সময় তার সিএনজি গাড়ি নবীগঞ্জ থেকে রিজার্ভ নিয়ে আউশকান্দি থেকে জ্যোৎস্নাকে তাদের বাড়িতে আনতে যায়।
মদনপুর এলাকায় এসে দুউযুবক জ্যোৎস্নাকে তাদের বাড়িতে না নামিয়ে মায়ানগর থেকে কিছু দুরে নিয়ে একটি জমিতে নেয়। তাজ উদ্দিনের সামনেই ওই দুই যুবক জ্যোৎস্নার গলায় গামছা পেছিয়ে শ্বাসরোধের চেষ্টা করে। তাজ উদ্দিন বাধা দিলে এক যুবক ছুরি দিয়ে তাকে হত্যা করার জন্য এগিয়ে আসলে সে আত্মরড়্গার্থে পালায়। ঘটনাটি কাউকে বললে তাকে হত্যার হুমকি দেয় যুবকদ্বয়। এছাড়াও পুলিশ তদনত্মকালে ওই যুবকদের মোবাইল নম্বারের সাথে নিহত জ্যোৎস্না বেগমের ব্যবহৃত মোবাইল ফোনের কললিষ্ট পাওয়া যায় বলে সংশিস্নষ্ট সুত্রে জানা যায়।