দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক :হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর রেলস্টেশনের সিগন্যালের কাছে তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে।
সোমবার বেলা ১২টার দিকে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে সকাল ৭টার দিকে হবিগঞ্জের রশিদপুর রেলস্টেশনে তেলবাহী ট্রেনের একটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
শায়েস্তাগঞ্জ রেলস্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম দৈনিক শায়েস্তাগঞ্জ কে জানান, তেলবাহী ট্রেনটি সিলেট থেকে চট্টগ্রাম যাচ্ছিল। পথে হবিগঞ্জের রশিদপুর রেলস্টেশনে এলে বিকট শব্দে ট্রেনটির একটি ওয়াগনের চারটি চাকা লাইনচ্যুত হয়।
এ ঘটনায় সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
পরে আখাউড়ায় উদ্ধারকারী ট্রেনকে খবর দেয়া হয়। উদ্ধারকারী দল এলে মেরামোত করলে বেলা ১২টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।