হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার সদর উপজেলায় রিপা আক্তার (১৪) নামের এক স্কুল ছাত্রীর বাল্য বিয়ে পন্ড করে দিয়েছে উপজেলা প্রশাসন ।
রবিবার (১৭ আগস্ট) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) বিজন কুমার সিংহের নেতৃত্বে মোবাইল ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ বাল্য বিয়ে বন্ধ করে দেওয়া হয়।
সে সদর উপজেলার পাঁচপাড়িয়া গ্রামের প্রবাসি আব্দুল আলীর মেয়ে। সে স্থানীয় স্কুলের নবম শ্রেনীর ছাত্রী।
জানা যায়, পাঁচপাড়িয়া গ্রামের প্রবাসি আব্দুল আলীর স্কুল পড়ুয়া কন্যা রিপার সাথে একই এলাকার সমশের আলীর পুত্র কাসেমের সাথে বাল্য বিবাহের আয়োজন করা হয় আজ রোববার।
বাল্য বিয়ের খবর পেয়ে সহকারি কমিশনার (ভূমি) বিজন কুমার সিংহ বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বাল্য বিয়ে ভেঙ্গে দেন। এ সময় ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন হবিগঞ্জ সদর থানার এস আই রুহুল আমিন।
এ সময় বিয়ে বাড়িতে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, সমাজ সেবা অফিসার মোঃ আমানত খাঁন, ইউ পি সদস্য ঝরনা আক্তার ও সামসুন্নাহার বেগম।