নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার ইনাকগঞ্জ ফাঁড়ীর পুলিশ একটি মারামারির মামলায় পিতা পুত্রকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের আশিক মিয়া(৪৫) ও তার পুত্র সাহানুর মিয়া(২৬)। তাদের বিরুদ্ধে নাবীগঞ্জ থানায় মামলা নং ১৬। গতকাল দুপুরে ইনাতগঞ্জ ফাঁড়ীর এস আই ধমজিত সিনহা দুপুরে সঙ্গীয় ফোর্স নিয়ে সৈদপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করেন। বিকেলে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।